বিজয় বার্তা ২৪ ডট কম
না’গঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল (ভিপি বাদল) বলেছেন, না’গঞ্জ-৫ আসনে দল যাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করবেন আমরা তার পক্ষেই সকলে কাজ করব। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শোষিত মানুষের রাজনীতি করতেন আর আমি সেই ব্যক্তির রাজনৈতিক দল বাংলাদেশ আ’লীগের প্রচারণা চালিয়ে যাচ্ছি। তিনি ৭ই মার্চে জনতার উদ্দেশ্যে যেই ভাষণ দিয়েছিলেন, মূলত সেটাই ছিল স্বাধীনতার ঘোষণা। তার ডাকেই বাংলা মায়ের দামাল ছেলেরা জীবনের পরোয়া না করে ৭১এ মুক্তির জন্য লড়াইয়ে অবতীর্ণ হন। দেশের প্রতিটি যুবককে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে দেশ ও দশের জন্য কাজ করে যেতে হবে। মাদক থেকে যুবকদের দূরে থাকার এবং তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের দিকে বেশী মনোযোগের আহবান জানাচ্ছি। বিশেষ করে বলব আ’লীগ একটি পরিচ্ছন্ন দল। আমরা রাজনৈতিক সহঅবস্থানকে বিশ্বাস করি বিরোধী দলকে আমরা শেষ করে দেয়ার রাজনীতি করিনা কিন্তু বিগত দিনে বিএনপি আমাদের নেতা-কর্মীদের অনেক নির্যাতন করেছেন ও হামলা এবং মামলা দিয়েছেন। তাই বলব আ’লীগের রাজনীতি করতে হলে ভাল মানুষ হতে হবে ও সমাজে গ্রহণযোগ্যতা থাকতে হবে। তাহলেই আ’লীগের কর্মী হওয়া যাবে, নতুবা সম্ভব নয়। বন্দর উপজেলাধীন মদনপুর ইউপি’র ৯নং ওয়ার্ডের কাইনলীভিটায় বন্দর থানা যুবলীগ নেতা আলহাজ্ব আক্তার হোসেন মোল্লা’র সভাপতিত্বে ও বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হোসাইনের সঞ্চালনায় সোমবার বিকেলে এক উঠান বৈঠকে ভিপি বাদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় বন্দর থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এম এ রউফ, ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ, বন্দর থানা যুবলীগের সহ-সভাপতি এফ আর দেলোয়ার, যুগ্ম সম্পাদক মনির মাস্টার, আ’লীগ নেতা এড. আবু তাহের রানা, কৃষ্ণ দাস কাজল, মিজান প্রধান, রোমান, মদনপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আলী আকবর মাস্টার, ধর্ম বিষয়ক সম্পাদক গহন আলী দেওয়ান, কার্যকরী সদস্য জহিরুল হক মোল্লা, ছগির আহম্মেদ, সরাফত আলী, না’গঞ্জ জেলা তাঁতী লীগের সহ-সভাপতি জসীম উদ্দিন, বন্দর থানা তাঁতী লীগের সভাপতি আব্দুল হক, সা. সম্পাদক আমজাদ হোসেন, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর, আ’লীগ নেতা রবিউল আউয়াল রবি, আলীরটেক ইউনিয়ন আ’লীগ নেতা নুর মোহাম্মদ, সেলিম, জুলহাস সরকার, মফিজ উদ্দিন মিঠু, যুবলীগ নেতা আল আমিন, আলমগীর, স্থানীয় ডাঃ ঈমান আলী, হেলাল উদ্দিন ভূঁইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।