বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের পাইকপাড়া বড় কবরস্থান এলাকার নূরউদ্দিন দেওয়ানের বাড়ি জঙ্গী আস্তনায় যৌথ বাহিনীর অপারেশন হিট স্ট্রং টোয়েন্টি সেভেনে নামে অভিযানে নিহত হওয়া তামিম ও দুই জঙ্গির ময়নাতদন্তের কাজ সম্পন্ন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তাদের ময়নাতদন্তের কাজ শেষ করা হয়।
এসময় ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, ময়নাতদন্তে নিহত জঙ্গি তামিমের মাথায় শুধু বুলেটের আঘাতের চিহ্ন পাওয়া ও বাকি মানিক ও ইকবাল নামে দুই জঙ্গীর শরীরে বুলেটের চিহ্ন ও বোমা ব্লাস্টের চিহ্ন পাওয়া যায়।
তিনি আরো জানানা, তিন জঙ্গির ডিএনএ নমুনা সংগ্রেহের জন্য থাই মাসল ও চুল সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তারা শক্তিবর্ধক ওষুধ বা মাদক সেবন করেছিলেন কিনা তা জানার জন্য ভিসেরা, রক্ত ও ইউরিন সংগ্রহ করা হয়েছে।
