বিজয় বার্তা ২৪ ডট কম
শিশুটির নাম দোয়া রফিকুল নিশা,বয়স:(৪) বছর,পিতা: মো: রফিকুল ইসলাম,মাতা:-শাহিনা বেগম,সাং-১৬১,আমিন আবাসিক এলাকা, পো:বন্দর-১৪১০ থানা:-বন্দর,২২নং ওয়ার্ড,নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। জন্মের পরই শিশুটির অসুখ ধরা পরে। যার চিকিৎসার জন্য ২২লাখ টাকা প্রয়োজন। পিতা সামান্য একজন দরীদ্র হকার,এই ব্যয়বার মেটানো অসহায় পিতার পক্ষে সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবান মানুষের সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠানোর জন্য ঠিকানা। এক্সিম ব্যাংক এ্যাকাউন্ট নাম্বার: ০১৩১২১০০৩১৮৯৭৯। বিকাশ পারসোনাল নাম্বার:০১৮৭৬১২২৬২৮।