বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ঢাকার ঢাকার ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তিনি নগর ভবনে অসুস্থ হয়ে পরলে তাকে বিকেলে একটি এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছন আইভীর ব্যক্তিগত কর্মকর্তা আবুল হোসেন।
তিনি বলেন, মেয়র আইভীর ওপর হামলার পর থেকেই তিনি অসুস্থ ছিলেন। বুধবার বিকালে তিনি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছ। তার অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে স্যালাইন পুশ করা হয়েছে।পরিবারের পক্ষে থেকে মেয়র আইভীর সুস্থ্যতার জন্য সবার দোয়া প্রার্থনা করা হয়েছে।