বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের শহরের মন্ডলপাড়া এলাকায় ৫৩৯ বছরের পুরনো মডেল মসজিদ নির্মাণের নামে ওয়াকফ সম্পত্তির অধীনস্ত পাঁচ শতাধিক বছরের প্রাাচীন মসজিদের জায়গা দখল করে পার্ক ও বহুতল বাণিজ্যক ভবন নির্মানের অভিযোগ উঠেছে সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে। শনিবার বিকেলে নগরীর চাষাঢ়ায় রাইফেল ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন মন্ডলপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মন্ডলপাড়া জামে মসজিদ পরিচালনা কামিটির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আব্দুর রহমান, মসজিদের জমি সংক্রান্ত মামলার আইনজীবি মহসিন মিয়া, মোতোয়াল্লি সাফায়েত উদ্দিন আহমেদ ও সহকারি মোতোয়াল্লি বরকত উল্লাহ খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মেয়র আইভী ও সিটি কর্পোরেশনের আগ্রাসন থেকে সুলতানি আমলের এই প্রাচীন মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন তারা।