বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর নির্দেশে তরুন মেলা ক্রীড়া ও সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম লিপুর উদ্যোগে ১৮ নং ওয়ার্ডে ৩০০ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকাল ৩টায় নিতাইগঞ্জ জমিদারী কাচারিগল্লিতে তরুন মেলা ক্রীড়া ও সামাজিক সংগঠন সার্বিক সহযোগীতায় এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্যাকেটে ছির পোলাউর চাউল, মিনিকেট চাউল, মুসুর ডাল, চিনি, তৈল, সেমাই, দুধ, ইত্যাদি।
আমিনুল ইসলাম লিপু বলেন, আজ আমি কৃতজ্ঞ জানাই আমাদের প্রানের সংগঠন তরুন মেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, ও আমার বন্ধু মহল ও ছোট ভাইদের। তাদের প্রচেষ্টা ও সহযোগিতায় ঈদ টা কে কিছুটা হলেও আল্লাহ্ রহমতে ভাগাভাগি করে নিতে পারবো ।তবে আমাদের সংগঠন এর উদ্যেগে আমাদের মহল্লার প্রায় ২০০ টি পরিবার এর মাঝে পর্যায়ক্রমে ৪ বারে ৮০০ শ প্যাকেট খাদ্য উপহার বিতরণ করেছি । তিনি আরোও বলেন, আমাদের সংগঠনের মুরব্বিরা কাচারিগল্লির সকল পরিবারকে কথা দিয়ে ছিলেন আপনারা ঘরে থাকেন আল্লাহ্ রহমতে আমাদের মহল্লার কেউ না খেয়ে থাকবে না। তাই আমি গর্ভিত যে এই সংগঠনের একজন সদস্য ও কর্মী হয়ে অসহায়দের সেবা দিতে পেরে। লিপু বলেন, আমি দেখেছি আমার নেত্রী সেলিনা হায়াত আইভী ও তরুন মেলা সংগঠন এর শিক্ষা, আদর্শ, নীতি ও সততা কে ধারন করে মানুষের মাঝে কিছু করতে পারার মাঝেই আমার আনন্দ। তাই আমাদের পাশের মহল্লা গুলোতে (দাস পাড়া,ঋৃষী পাড়া, নলুয়া, ও শহিদ নগর, ডিয়ারা) এলাকা গুলোতে অসহায় কর্মহীন সাহায্যের জন্য কারো কাছে বলতে না পাড়া মানুষ গুলোদের খুজে তাদের নিয়ে ঈদের আনন্দটা কে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছি। তিনি আরোও বলেন নাসিক মেয়র মহদয়ের দাবী যদি পূরণ হত তাহলে নারায়ণগঞ্জ এর মানুষ কিছু দুষ্ট লোকদের কথায় কর্নপাত না হয়ে ৭ দিনের জন্য যার যার ঘরে অবস্থান করতেন তা হলে হয়তো এই আমাদের মৃত্যূর মিছিল দেখতে হতো না। তবে রাজনৈতিক ও জনপ্রতিনিধি দের কাছে লিপুর আকুল আবেদন আপনার নিজ এলাকার ভোটার কার্ড দেখে ত্রান দিন তার পাশাপাশি অন্য জেলার মানুষ গুলো দের ও একটু স্মরণ করবেন, কারন তাদের যাওয়ার মতো কোন জায়গা নেই।
এসময় উপস্থিতি ছিলেন তরুন মেলা সামাজিক সংগঠনের সভাপতি তৌহিদ হাসান পিয়াল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াসউদ্দিন লিটন ও মোঃ সানোয়ার হোসেন, মোঃ সিদ্দিক, হাজী আনান হোসেন, রাবিদ হাসান মিম,মোঃ হাসিব, সুখদেব, শ্যামল, শাকিল, মন্টি, বিশু, নিপু, ও তরুন মেলা সংগঠনের সকল সদস্য বৃন্দ।