বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান।
সোমবার সন্ধায় বন্দরে সুরুজ্জামান টাওয়ারে বন্দর আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তিনি আরো বলেন, ৯ তারিখে ঘন্টা বাজাবো। এই ঘন্টা এমনভাবে বাজবে এত জোরে আওয়াজ হবে এই ঘন্টার যেন ষড়যন্ত্রকারীদের বুকের পাজর বন্ধ হয়ে যায়। দেশ বেইচ্চা খাও! ৯ তারিখে বলবো। অনেক কথা বলবো সেই দিন। সবাইকে দাওয়াত দিলাম। জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দাওয়াত দিলাম। আপনাদের মাধ্যমে মেয়র মহোদয়কেও দাওয়াত দিলাম। উনি তো জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, আমি বক্তা হিসেবে থাকবো, আপনি প্রধান অতিথি হিসেবে থাইকেন। যদি বঙ্গবন্ধুকে ভালোবাসের তাহলে প্রধান অতিথি হিসেবে আসেন। সব আয়োজন আমিই করবো, আপনি আসেন, একসাথে কাজ করেন।
তিনি বলেন, এই মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে একটা যে, বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাতুড়ি পরেছে এটা নারায়ণগঞ্জের মানুষ মেনে নিতে পারে নাই। আমাদের যখন দেখবে তখন আস্তে আস্তে সারা বাংলাদেশের মানুষ নামবে। আর সবাই যখন মাঠে নামবে তখন ঐ কুচক্রীর দল আর কিছু করতে পারবে না। দেশকে আমরা যারা ভালোবাসি তাদেরকে এক হতে হবে। এমন কঠিন ভাবে নামবো আমরা ৭১ এ যেভাবে আপনাদেত বাপ-দাদারা নাকে খদ দিয়ে গিয়েছিলো আপনারা কিন্তু আরা যেতে পারবেন না। নাকে খদ দেয়ার সাথে সাথে মাটিতে ঢুকিয়ে দিবো আপনাদের।
এসময় বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম. এ রশিদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, মহানগরের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল, মহানগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, যুবলীগ আহাম্মেদ কাউছার সহ অন্যান্য নেতৃবৃন্দ।