বিজয় বার্তা ২৪ ডট কম
নটরডেম কলেজে সুযোগ পাওয়া ফতুল্লার মেধাবী ছাত্র নিরবের স্বপ্ন পূুরনে দুই বছরের লেখাপড়ার যাবতীয় খরচের নগদ অর্থ প্রদান করে তার পাশে দাড়ালেন একে এম অয়ন ওসমান।
রবিবার বিকেলে ফতুল্লার শেয়াচর নিরবের বাসায় এই নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল প্রধান। মহানগর ছাত্রলীগ নেতা আহাম্মেদ কাউছার, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভ প্রমুখ।
এসময় নিরব ও তার পরিবার অয়ন ওসমান ও ওসমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।