বিজয় বার্তা ২৪ ডট কম
সরকারি-বেসরকারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
খুব দ্রুতই নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাবে বলে জানা গেছে।
গত শুক্রবার ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে ৯ হাজার ৪১৭টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯০ হাজার ৪২৬ জন।
এর মধ্যে সরকারি কলেজে আসন সংখ্যা ৩ হাজার ২১২টি। আর বেসরকারি কলেজে আসনসংখ্যা ৬ হাজার ২০৫টি।