বিজয় বার্তা ২৪ ডট কম
মুসলিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া গতকাল বিদ্যালয়ের অডিটরিয়াম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম.এ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক আলহাজ্ব তোফাজ্জল হোসেন তাপু। বিশেষ অতিথি ছিলেন মুসলিমনগর কে এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ইব্রাহিম। নবীনগর শাহ্ওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, স্থানীয় মেম্বার মোঃ সামছুল হক, আসমা আহম্মেদ রীতা, ব্যবসায়ি হাবিবুর রহরমান, হাজী আওলাদ হোসেন, মিজানুর রহমান মিলন, সমাজসেবক মাহবুব হোসেন, কাজী আলী আহম্মেদ, হাজী মতিউর রহমান, শিক্ষানুরাগী নুর উন-নবী, মোঃ বিল্লাল হোসেন, মোঃ জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক ইসরাত জাহান, সহকারী শিক্ষক সুজিত রায়, শাহানারা আক্তার, শাহিনা পারভীন, মরিয়ম আক্তার, মুক্তারানী, পারভীন আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তোফাজ্জল হোসেন তাপু বলেন তোমাদের শিক্ষিত হলেই চলবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে হলে সুশিক্ষার বিকল্প নাই। তোমরা এখন শিক্ষার প্রথমধাপ পাড়িদিতে যাচ্ছ, সামনে আরো কঠিন পথ পাড়ি দিতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে এ বিদ্যালয়ের সুনাম অর্জন করবে। এ বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী জনপ্রতিনিধি সহ দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে। বর্তমান সরকার শিক্ষা বিস্তারের লক্ষে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে কোমলমতি শিশুদের শিক্ষাবিস্তারে আরো ব্যাপক প্রসার ঘটবে। তাই আমার আহ্বান আসুন আমরা সবাই শিক্ষার মান উন্নয়নে কাজ করি।