বিজয় বার্তা ২৪ ডট কম
করোনাকালে দেশজুড়ে মানুষ সেবায় নিবেদিত প্রাণ কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার (মানবিক সংগঠন) টিম খোরশেদ এখনো করোনার এই ঝুঁকির মধ্যে মানুষের সেবায় নিজেদের সর্বোচ্চ অবদান রাখছেন। তদের সকল কর্মকান্ড পুরোটাই ফ্রী।
দেওভোগ নিবাসী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হোসেন চৌধুরী করোনা আক্রান্ত হয়ে গত ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি গতকাল ২৭ ডিসেম্বর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা আজ ২৮ ডিসেম্বর সোমবার তাকে দাফন করেন। ডিআইটি মসজিদে মরহুমের জানাযা শেষে প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী সালাম জানানোর পরে ফুল ও জাতীয় পতাকা কফিনে অর্পন করেন এসি ল্যান্ড সদর। উল্লেখ্য যে মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী হাসপাতালে ভর্তির আগে নিজ বাড়ীতে আইসোলেশনে থাকা অবস্থায় স্বাস কষ্টে ভোগায় Team Khorshed Plasma & Oxygen support (Powered by Time 2 Give) তাকে ১৬ ডিসেম্বর অক্সিজেন সাপোর্ট দিয়েছিলো।
কাউন্সিলর খোরশেদ জানান, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্ঠির জন্য আমরা কাজ করে যাচ্ছি। যতদিন সম্ভব আমরা কাজ চালিয়ে যাব।