বিজয় বার্তা ২৪ ডট কম
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদনের রায় ঘোষণার একদিন আগে উদ্বেগ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সোমবার সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি বলেন, আমি ভেতরে ভেতরে খুব উদ্বিগ্ন আগামীকালের জন্য। অত্যন্ত উদ্বিগ্ন।
আইনজীবীদের উদ্দেশে মাহবুবে আলম বলেন, গত পরশু মীর কাসেমের রিভিউ শুনানির সময় সবাই যেভাবে উপস্থিত ছিলেন, আগামীকালও উপস্থিত থাকবেন। আপনাদের উপস্থিতিটাই বিরাট প্রতিবাদ।
মাহবুবে আলম আরো বলেন, মীর কাসেমের রায় বহাল থাকলে আমরা সবাই আনন্দিত হব, খুশি হব।
উল্লেখ্য, আগামীকাল মীর কাসেমের রিভিউ আবেদনের রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। ইতোমধ্যেই আপিল বিভাগের কার্যতালিকায় মীর কাসেমের রিভিউ আবেদনের রায় ঘোষণার জন্য ১ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।