বিজয় বার্তা ২৪ ডট কম
মিয়ানমারে মুসলিম গন হত্যার প্রতিবাদে শিকড় স্মৃতি সংসদ গোগনগর চার সমাজ এর উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গোগনগর মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদ প্রাঙ্গণে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শিকড় স্মৃতি সংসদ গোগনগর চার সমাজ এর সভাপতি এস এম রহমত উল্লাহ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, হাজী মো. আব্দুল মান্নান, মজিবুর রহমান, শাহবু্িদ্দন প্রধান, জাকির মন্ডল, জামাল হোসেন, হাজী শফিকুল ইসলাম, আমির হোসেন, জাকির হোসেন বেপারী, হাজী সেকান্দার আলী, শফিকুল ইসলাম সজীব, রনি মন্ডল প্রমূখ।
এসময় রহমত উল্লাহ তার বক্তব্যে বলেন, মিয়ানমারে আমাদের মুসলিম ভাইদের উপর নির্মমভাবে গন হত্যা ও নির্যাতন চালানো হচ্ছে। একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে এমন বর্বরভাবে হত্যা করতে পারে। ফেসবুকে আমরা দেখেছি মুসলিম ভাইদের কতটা নরপিশাচের মত হত্যা করা হয়েছে। মায়ানমারের এই হত্যাকান্ড গোটা বিশ্বের জাতিকে কলংকিত করেছে। তারা মানুষের কাতারে নেই। তারা পশু। আল্লাহ ওদের উপর গজব ফেলবে। আমরা মুসলমানরা মুসলিম দেশের উপর ভরসা না করে রাশিয়ার উপর ভরসা করি। এজন্য আমাদের শক্তি কমে যাচ্ছে। আমরা একজনের বিপদে আরেক মুসলিম ভাই এগিয়ে আসে না। আমাদের সবার বিপদে সবার ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আমি মানুষ হিসেবে আরেক জন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি আপনি নির্যাতিত মুসলিম ভাইদের জন্য এদেশের বর্ডার খুলে দিন। যাতে তারা প্রানে বাঁচতে পারে। সেই সাথে আল্লাহ এর দরবারে প্রার্থনা করছি তারা যেন এই অত্যাচারীদের হাত থেকে রক্ষা পায়।
প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গোগনগর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন তারা।