বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
সম্প্রতি গুঞ্জন ওঠে মা হচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। শোনা যায়, এ বছরই নাকি মা হবেন পাতৌদি পুত্রবধূ।
কারিনার মা হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম আলোচনা শুরু হয়। কিন্তু কারিনার মুখপাত্র গুঞ্জনে জল ঢেলে জানান, এখই কোনো খুশির খবর দিচ্ছেন না কারিনা।
এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, কারিনার মা হওয়ার খবর তার সাবেক প্রেমিক শহিদের কানেও পৌঁছায়। আর বিষয়টি নিয়ে নাকি বেশ কৌতূহলী ছিলেন শহিদ। খবরটি সত্যি কিনা তা জানতে কয়েকজনের কাছে খোঁজও করেছেন এ অভিনেতা।
তবে এখনো কারিনার বিষয়ে শহিদ কেন এত উৎসাহী সে বিষয়ে জানা যায়নি। হয়তো সবার আগে সাইফ এবং কারিনাকে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন শহিদ।