বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের মাহমুদনগর কেএন সেন রোডটি দীর্ঘ দিন ধরেই অবহেলিত অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিহীনতার কারণে গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগে নেয়া হচ্ছেনা। ফলশ্রুতিতে ওই রাস্তা দিয়ে জনসাধারণ এমনকি যানবাহন চলাচল খুবই দুরুহ হয়ে পড়েছে। একদিকে রাস্তটি খানা-খন্দকে সয়লাব অন্যদিকে সুষ্ঠ ড্রেনেজ ব্যবস্থার অভাবে ড্রেনের ময়লা পানি ও আবর্জনার স্তুপ গোটা রাস্তায় জমে একাকার হয়ে থাকে। কিছুদিন পূর্বে সিটি কর্পোরেশন আরিসিসি ড্রেন নির্মাণ করলেও রাস্তার কাজ না ধরায় ড্রেনের সমস্ত ময়লা পানি জমে কৃত্তিম বন্যার সৃষ্টি করে তোলে। এ কারণে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের পায়ে হেটে চলাচল দায় হয়ে পড়ে। ওয়ার্ডের অন্যান্য সড়ক বা ড্রেনগুলো উপযোগী করা হলেও কেএন সেন রোডটি সংস্কারে অদ্যাবধি কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে মাহমুদনগর এলাকার বাসিন্দা দীল মোহাম্মদ জানান,মাহমমুদনগর কেএন সেন রোডটি অনেক দিন ধরেই এইরকম ভাঙ্গা-চুড়া অবস্থায় রয়েছে। তার উপরে আবার একটি সিমেন্ট ফ্যাক্টরীর ভারী ভারী যানবাহন চলাচল করায় রাস্তাটি প্রতিনিয়তই দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ খানা-খন্দকের সৃস্টি করছে। মানুষের দুর্ভোগের শেষ নেই। প্রতিদিন মদনগঞ্জ হতে শুরু করে শান্তিনগর,আলীনগর,ঘারমোড়া,চুনাভূড়া,কলাগাছিয়াসহ বিভিন্ন অঞ্চলের কর্মজীবি ব্যবসায়ী শ্রেনীর জন সাধারণ যাতায়াত করে থাকেন। রাস্তার এই ভগ্নদশার কারণে প্রতিদিনই পথচারী কিংবা হাল্কা যানবাহনের যাত্রী সাধারণকে দুর্ঘটনা কবলিত হয়ে বিভিন্ন সময়ে অঙ্গহানিও হয়েছে। অপরাপর বাসিন্দা সাগর জানান,রাস্তা-ঘাটের এই অবস্থার কারণে মসজিদে যাতায়াতেও নিদারুন কষ্ট ভোগ করতে হয়। ময়লা পানি জমে থাকার দরুন অনেক সময় জামা-কাপড়েও ছিঁটা লেগে নষ্ট হয়ে যায়। চলাচলের অনুপযোগী জরাজীর্ণ এ রাস্তার কারণে সার্বিকভাবেই মাহমুদনগরবাসীকে সীমাহীন দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে। এ অবস্থা পরিত্রান পেতে এলাকার সর্বস্তরের বাসিন্দা ও জনসাধারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই দুইবারের নন্দিত মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর আশু হস্তক্ষেপ কামনা করছে।