বিজয় বার্তা ২৪ ২৪ ডট কম
অক্টো অফিস পাম্প হাউজে ওয়াসা ১০০০ ফুট গভীর নলকুপের বোরিং এর কাজ শুরু হয়েছে।
বুধবার ১১ টায় ১৩ নং ওয়াড কাউন্সিলর খোরশেদ জামতলা ও মাসদাইরের মুরুব্বীদের নিয়ে দোয়া শেষে রীগ মেশিন চালু করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান আরএফএল কনস্ট্রাকশন লিমিটেডে প্রধান প্রকৌশলী মোঃ আক্তার হোসেন জানান প্রায় দুই কোটি টাকা ব্যায়ে গভীর নলকূপটি বসানো হচ্ছে। এ নলকূপ থেকে প্রতি মিনিটে ৪০০০ লিটার বিশুদ্ধ পানি সার্ভিস লাইনে দেয়া হবে।
কাউন্সিলর খোরশেদ বলেন, আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে সাভিস লাইনে পানি সরবরাহ সম্ভব হবে। আশা করি দ্রুতই মাসদাইর ও জামতলাবাসীর পানির সংকট কেটে যাবে।