বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে মাসদাইর গুদারা ঘাট এলাকা হতে ৭০০(সাতশ)’পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাজ্ঞী পারুল ওরফে পারুলী বেগম(৩৫)কে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লার মডেল থানার এস আই মিজানুর রহমান ও এ এসআই আসাদ মিয়া তাদের সংগীয় ফোর্স নিয়ে মাসদাইর গুদাঘাট এলাকায় মাদক সম্রাজ্ঞী পারুলের বাসায় গত রোববার রাতে মাদকের অভিযান চালায়। এ অভিযানে ৭০০পিস ইয়াবা ট্যাবলেটসহ পারুল ওরফে পারুলীকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় এএস আই আসাদ মিয়া বাদী হয়ে পারুল ও সেলিম নামের এক মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মামলা নং-৫১(৯)১৬।