বিজয় বার্তা ২৪ ডট কম
আজ রবিবার ১৩নং ওয়ার্ডের মাসদাইর বাজার সংলগ্ন নাসিকের নিজস্ব জমিতে ৫ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যায়ে নির্মিতব্য ৬ তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।বাদ জোহর এলাকার বিপুল সংখ্যক গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া শেষে এলাকাবাসীকে নিয়ে পাইলিং মেশিন চালুর মাধ্যমে নির্মান কাজের উদ্বোধন করেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
উদ্বোধন শেষে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন,নারায়নগঞ্জ শহরের ১০টি ওর্য়াডের মধ্যে ১৩নং ওয়ার্ডে গত ৫ বছরে সবোর্চ্চ টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে।তিনি বলেন ইতিমধ্যে ২৯ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে এবং আরো প্রায় ৮ কোটি টাকার কাজ চলমান আছে।
কাউন্সিলর খোরশেদ ড্রেনেজ সিস্টেম চালু রাখার ও ওয়ার্ডের পরিস্কার পরিছন্নতা বজায় রাখার জন্য ওয়ার্ডবাসীর সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।
