বিজয় বার্তা ২৪ ডট কম
মাদক বিরোধী সামাজিক আন্দোলনের সোচ্চার কর্মীদের দাবীতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শরাফত উল্লাহকে ও পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে সমাজকর্মী মান্নান ভূঁইয়ার হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ,কে,এম শামীম ওসমান। গত ২০ অক্টোবর রাতে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও তার পরিবার মাদক সন্ত্রাসীদের অব্যাহত হুমকীর কারণে জীবনের নিরাপত্তা চেয়ে এবং অপরাধীদের গ্রেফতারের দাবী জানিয়ে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এমপি শামীম ওসমানের সাথে সাক্ষাৎ করলে তিনি এই নির্দেশনা দেন।
সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী কবরস্থান রোড এলাকায় গত ১৮ই আগষ্ট রাতে মাদক সন্ত্রাসী শাহজাহান, শহিদুল্লাহ, মাষ্টার দেলু, দেলোয়ার হোসেন দেলু, সাইদুল, ইয়াছিন, জামান, সেন্টু, হিমেল, বাদশা সহ আরও কয়েক জন সংঘবদ্ধ হয়ে মাদক বিরোধী সামাজিক আন্দোলনের কর্মী মান্নান ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে একটি গুলি বাম হাতে লাগে। তার শরীরের পেটে ছুরি দ্বারা পার মারে এবং ওরা গলা কাটতে ছুরিকাঘাত করেছিল। এই ঘটনায় ১৯ আগষ্ট সিদ্ধিরগঞ্জ থানায় মান্নান ভূঁইয়া বাদী হয়ে ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা নং-৪৫। ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ ও ১১৪ পিসি তৎসহ বিষ্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী-২০০২) এর-৩ মোতাবেক। কিন্তু মামলা হওয়ার পরও আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও থানা পুলিশ গ্রেফতার করেনি বরং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের স্বেচ্ছাচারিতায় আসামীরা জামিনে বেরিয়ে আসে। এরপর থেকে মামলা তুলে নেওয়ার জন্য আসামী ও তাদের বাহিনী অব্যাহত বাদীর পরিবারকে হুমকী-ধামকী দিচ্ছে। গত কয়েকদিন পূর্বে আবারও মান্নান ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ীতে গিয়ে আসামীরা ফাঁকা গুলি ছুরে এলাকায় আতংক সৃষ্টি করে বাড়িঘরে ভাংচুর চালানোর চেষ্টা চালায়। এছাড়া মানব কল্যাণ পরিষদের সদস্য ও কর্মকর্তাদের বিভিন্ন ভাবে হুমকী সহ সংগঠন কার্যালয়টি উঠিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয় আসামী ও তাদের বাহিনী বাদী মান্নান ভূঁইয়া ও তার পরিবারকে ঘায়েল করতে থানায় মিথ্যা বানোয়াট জিডি করেছে মাদক সন্ত্রাসী ও হত্যা চেষ্টাকারী আসামীদের বাহিনীর মধ্যে ডিএইচ বাবুল, রাশেদ, মোহন, ইমন, চঞ্চল সহ আরও কয়েকজন অস্ত্রধারী এলাকায় তাফালিং করে মিথ্যা বিভ্রান্তি ছড়িয়ে একের পর এক অব্যাহত হুমকীতে রেখেছে সমাজকর্মীদের। জীবনের নিরাপত্তা চেয়ে এবং হত্যা চেষ্টাকারী মাদক সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে গত ২০ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে জননেতা এ,কে,এম শামীম ওসমান এমপির সাথে সাক্ষাৎ করেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও তার পরিবারের সদস্য আয়শা আক্তার, ইমতিয়াজ ভূঁইয়া ও মোঃ সেলিম। সাক্ষাতে এমপির নিকট অপরাধীদের বিভিন্ন অপকর্মের ফিরিস্তি তুলে দেন সমাজকর্মীরা। এই সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন আলম সহ প্রমুখ। এক পর্যায়ে সমাজকর্মী মান্নান ভূঁইয়াকে শামীম ওসমান এমপি বুকে জড়িয়ে নিয়ে কিছুক্ষন একান্তে কথা বলেন এবং মাদক বিরোধী সামাজিক আন্দোলন চালিয়ে যেতে বলেন। যারা এই ধরনের নেক্কারজনক কাজ করেছে কেউই ছাড় পাবেনা বলে আশ্বাস দেন। তাৎক্ষনিকভাবে শাহজাহান, শহিদুল্লাহ, ডিএইচ বাবুল, মাষ্টার দেলু সহ অন্যান্য মাদক সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জন্য সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শরাফত উল্লাহকে নির্দেশ প্রদান করেন এবং পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব সমাজকর্মী মান্নান ভূঁইয়াকে পর্যাপ্ত নিরাপত্তা ও আসামীদের গ্রেফতারের তাগিদ দেন। অন্যদিকে আওয়ামীলীগ নেতা জাকিরুল আলম হেলাল সমাজকর্মী মান্নান ভূঁইয়া ও তার পরিবারকে আশ্বস্ত করে বলেন ওরা যে কোন ঘটনা ঘটালে তাৎক্ষনিকভাবে জানালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এ ব্যপারে মান্নান ভূঁইয়া এমপি শামীম ওসমান সাহেবের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। জেলা পুলিশ প্রশাসন আশাকরি আমার ও পরিবারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইলপাড়া পাঠানটুলী সহ হাজীগঞ্জ এলাকার মাদক সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন বলে আশাবাদী।