বিজয় বার্তা ২৪ ডট কম
সন্ত্রাস ও মাদক মুক্ত নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে বলে মন্তব্য করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. সাফায়েত আলম সানি।
সোমবার রাত সাড়ে ৮ টায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি সম্পর্কে জানাতে চাওয়া হলে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আগামীকাল ৪ ঠা জানুয়ারী ৫ হাজার বাংলাদেশের পতাকা ও ৫ হাজার ছাত্রলীগের পতাকা এবং বিশাল আকৃতির একটি জাতীয় পতাকা, ছাত্রলীগের পতাকা ও ২ হাজার বেলুন নেতাকর্মীরা হাতে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালীতে অংশগ্রহন করবে। এর মাধ্যমে আমরা একটি বিশাল আকৃতির বর্নাঢ্য আনন্দ র্যালী করবো। এছাড়া প্রথমেই আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করবো। শান্তির প্রতিক পায়ড়া উড়িয়ে আনন্দ র্যালীর উদ্বোধন করা হবে।
তিনি আরো বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচি আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জে প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিয়নে পর্যায়ক্রমে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচি পালন করা হবে। এবার প্রতিষ্ঠাবার্ষিকীর মূল মন্ত্র থাকবে জননেতা সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাস ও মাদক মুক্ত নারায়ণগঞ্জ চাই। মাদকের বিরুদ্ধে জেলা ছাত্রলীগ সব সময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে প্রতিটি নেতাকর্মীকে আগামীকাল সকাল ৯ টায় আনন্দ র্যালীতে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।