বিজয় বার্তা ২৪ ডট কম
মহান বিজয় দিবস উপলক্ষে বন্দরের সোনাকান্দা শান্তিকামী তরুন সংগঠন আয়োজিত পুরস্কার বিতরণী অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেনের সভাপতিত্বে জমকালো
এ অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা। তরুন সংগঠক এনামুল হক রোমানের মনোমুগ্ধকর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহমুদা মালা,নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার,১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর,সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শিউলী নওশাদ,এনায়েতনগর পঞ্চায়েত কমিটির উপদেষ্টা আলহাজ্ব সামসুদ্দিন আহাম্মদ,মজিবুর রহমান মাষ্টার, মুসাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর ররহমান,২১নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোঃ মোজাম্মল হক,১৯নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি হাজী আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক হাজী আলমগীর হোসেন(এমএসসি)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা শেখ কামাল,বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ,২০ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা এম এ,কাইয়ুম,২১নং ওয়াড আওয়ামীলীগ নেতা আশরাফ হোসেন বাবুল,শেরে বাঙলা ক্লাবের সভাপতি মোসারফ হোসেন খোকা, ১৯নং ওয়াড আওয়ামীলীগ নেতা ওয়াদুদ হোসেন টিটু,বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য তথা আওয়ামীলীগ নেতা শেখ ইউসূফ মেম্বার,বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা,যুবলীগ নেতা মনিরুজ্জামান খোকন,কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আক্কেল আলী,কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোয়েব মোহাম্মদ লিটন,২২নং ওয়াড শ্রমিকলীগের সভাপতি দেওয়ান মোহাম্সদ আলী,শেখ মমিন,যুবলীগ নেতা মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ।
প্রধাণ অতিথির বক্তব্যে খোকন সাহা বলেন, মাদক ব্যবসায়ীদের জন্য কোন ছাড় নেই। তারা যদি আমার দলেরও কেউ হয়ে থাকে আমার অনুরোধ থাকবে তাকে সবার আগে গ্রেফতার করবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। জামায়াতে ইসলামী একাত্তুরে কি করেছিল আমি আমার নিজ চোখে পরখ করেছিলাম। সেইদিন আমি দেখেছি আমার মা বোনকে টেনে হিঁচড়ে কারা নিয়েছিল। আমি দেখেছি আমার ভাইয়ের বাবার লাশ পড়ে থাকতে। এ দেশকে জঙ্গীবাদ সন্ত্রাস মুক্ত রাখতে হবে। মা বোনদের খেয়াল রাখতে হবে তাদের ছেলে মেয়েরা কোথায় যায় কি করে। আমি ২১নং ওয়ার্ডের কাউন্সিলর হান্নান সরকারের বক্তব্যকে স্বাগত জানাই। সমাজকে ভাল রাখার স্বার্থে তিনি রাজনীতির উর্দ্ধে থেকে যে আলোচনা করেছেন তা সত্যিই প্রশংসিত। আমি মনে করি মাদক সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে হলে সবাইকে এক মঞ্চে আসতে হবে।