বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় স্বপন(৩০)নামে এক ব্যবসায়ীর কনফেকশনারী দোকানে হামলা ও ভাংচুরসহ প্রায় লক্ষাধিক টাকা লুটে নিয়েছে শাহ আলম ওরফে ইয়াবা শাহ আলম ও তার ভাই জালালসহ তাদের সহযোগীরা। সম্প্রতি থানার তিনগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত নূরতাজ কনফেকশনারী এন্ড টেলিকম এর মালিক শাহিন রহমান স্বপন বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতের পারিবারিক সূত্র জানায়,কুশিয়ারা এলাকার মৃত সাহাবুদ্দিন মিয়ার পুত্র শাহ আলম ওরফে ইয়াবা শাহ আলম দীর্ঘ দিন ধরে ভাঙ্গারী ব্যবসার আড়ালে ইয়াবার রমরমা বানিজ্য চালিয়ে আসছিল। কিছুদিন যাবত সে তিনগাঁও এলাকার ছোট পুত্র নান্নুকে মাদক বিক্রির জন্য চাপ দিয়ে আসছে। ইয়াবা শাহ আলমের মাদক বিক্রিতে আপত্তি করায় তাকে ফাঁসিয়ে দেয়া হুমকি দেয়। বিষয়টি তার বড় ভাই কে অবহিত করলে। সে বিষয়টি ইয়াবা শাহ আলমের শশুর গিয়াসউদ্দিন ওরফে গোপালকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ইয়াবা শাহ আলম ও তার ভাই জালালসহ তাদের সহযোগীরা মিলে নূরতাজ কনফেকশনারী এন্ড টেলিকম নামক প্রতিষ্ঠানে হামলা ভাংচুর করে যাওয়ার সময় হামলাকারীরা দোকানের ক্যাশ বাক্সে থাকা ১লাখ ৭ হাজার টাকা লুটে নেয়।