বিজয় বার্তা ২৪ ডট কম
ঐতিহ্যবাহী মর্গান গার্লস স্কুল এন্ড কলেজের দেড়শত বছরের পুরনো একটি দ্বিতল ভবন রাতের আধারে ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিরুদ্ধে। প্রতিবাদে রোববার দুপুরে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্কুল কৃর্তপক্ষ বিক্ষোভ মিছিল নিয়ে নগরভবনে যান। তবে সিটি করপোরেশন বলছেন ওই ভবনটি অনেক জরাকীর্ণ ছিল। সেটা ভাঙা হয়নি বরং আলী আহাম্মদ চুনকা পাঠাগারের কাজ করতে গিয়ে হয়তো কিছু অংশ ভেঙে গেছে।
এদিকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরভবনে গিয়ে স্কুলের পক্ষ থেকে লিখিতভাবে প্রতিবাদ জানানো হয়। পরে স্কুলের ৫ শিক্ষার্থীকে মেয়র তার কক্ষে ডেকে নিয়ে কথা বলেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্কুলের প্রিন্সিপাল, শিক্ষক ও গর্ভনিং বডির সদস্যরা। মেয়র স্কুল কৃর্তপক্ষ, শিক্ষক কিংবা গর্ভনিং বডির কোন সদস্যের সঙ্গে কথা বলেননি। এটা কোন ভদ্রতা হলো না।
রবিবার (২০ মে) সকালে ভাঙ্গা ভবন পরিদর্শন শেষে স্কুলের গভর্নিং বডির সদস্য আহসান হাবিব জানান, স্কুলটি বন্ধ থাকায় রাতের অন্ধকারে শুধুমাত্র অসৎ উদ্দেশ্যেই এই ভবনটি ভেঙ্গে ফেলেছেন নাসিক মেয়র আইভী। তার বাবার নামে নির্মিত আলী আহমেদ চুনকা পাঠাগারটির জন্যই দেড়শ বছরের পুরাতন এই ভবন ভেঙ্গে ফেলা হয়েছে। আমরা তার সঙ্গে দেখা করে অনুরোধ করেছিলাম যেন এটি ভাঙ্গা না হয়, কারণ তার বাবা জীবিত থাকা অবস্থায়ই এই ভবনটি নির্মিত হয়েছিল। এতদিন কোন সমস্যা হলো না হঠাৎ কি সমস্যা হলো যে স্কুল ভবন ভাঙতে হবে? রাতের আধারে এ ধরনের কাজ আসলেই নিন্দনীয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা ডা. হায়াৎ আইভী জানান, ওই ভবনটির জমি নাসিকের। আরএস, সিএসসহ সকল কাগজপত্র রয়েছে আমাদের। নাসিক তার প্রয়োজনে জায়গাটি চাইতেই পারে। তা ছাড়া জমিটির ব্যাপারে বার বার স্কুলকে চিঠিও দেয়া হয়েছে।
উল্লেখ, প্রায় দেড়শ বছরের পুরোনো এই ভবনের নিচতলায় একপাশে ছিল স্টোর রুম ও আরেক পাশে ছিল স্কুলের সকল শিক্ষার্থীদের জন্য রান্নাঘর। স্কুলটিতে রোজার মাস উপলক্ষে এখন ছুটি চলছে।