বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর উপজেলার মদনপুর ইষ্ট টাউন এলাকায় অবস্থিত মশার কয়েল তৈরীর কাঁচামাল ভুষির কারখানায় শিশু শ্রমিকদের মারত্বক স্বাস্থ্য ঝুঁকিতে কাজ করতে বাধ্য করছে বলে অভিযোগ উঠেছে বি আর ট্রেডার্সের বিরোদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রতিষ্ঠানের মালিক হাজী আব্দুস সাত্তার তার প্রতিষ্ঠানের জন্য মদনপুর ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন,যাতে ব্যবসার ধরন লিখা ছিল ভুষির গোডাউন। কিন্তু বাস্তবে দেখা গেছে এখানে শিশু এবং মহিলা শ্রমিকদের দিয়ে মশার কয়েল তৈরীর প্রধান কাঁচামাল ভুষি তৈরী করছে। এখানে শ্রমিকদের কোন রকম মাস্ক ব্যবহার না করার ফলে শ্রমিকরা প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।এখানে ভুষি তৈরীর কারখানা থেকে ময়লা উড়ে আশেপাশের পরিবেশ নষ্ট করছে।এই কারখানায় দিন রাত ২৪ঘন্টা দুই শিফ্টে শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়।এখানে কর্মরত শিশুরা অধিকাংশ সময়ই বিভিন্ন রোগে আক্রান্ত থাকে বলে জানা গেছে।কারন এই কারখানার ভুষির ময়লা শ্রমিকদের নাক/মুখ দিয়ে প্রবেশের ফলে তারা ঠান্ডা,কাশি,বুক ব্যাথা,চোখ ব্যাথা,ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন মারত্বক রোগে ভুগতে থাকে। দেশে শিশুশ্রম বন্ধের আইন থাকা স্বত্ত্বেও হাজী আব্দুস সাত্তার দিনের পর দিন বীরদর্পে শিশুদের দিয়ে এই মরন ফাদ ভুষির কারখানায় কাজ করিয়ে নিচ্ছে। বিভিন্ন সময়ে তাকে এই অমানবিক কাজ বন্ধ করতে অনুরোধ করলে সে বিভিন্ন প্রভাবশালী নেতাদের পরিচয় দিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিবেশ দূষন করে চলছে। কিছুদিন পর মদনপুর ইষ্ট টাউন নারায়ণগঞ্জ বাসীর জন্য বিশ্ব ইজতেমার স্থান নির্ধারিত হওয়ায় এখানকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পরিবেশ দূষনকারী এই ভুষির কারখানা বন্ধের দাবী এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের। এমতাবস্থায় শিশুদের জীবন রক্ষায় এবং মদনপুরের প্রাকৃতিক পরিবেশ পরিচ্ছন্ন রাখতে যথাযথ কর্তৃপক্ষ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে মদনপুর বাসী।