বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর আন্দিরপাড় এলাকার অখ্যাত শাইরা গার্ডেনে পরকীয়া প্রেমিক-প্রেমিকা ও স্কুল-কলেজ পড়–য়া টিনেজ কপোত-কপোতিদের আনা-গোনা ঠেকানো যাচ্ছেনা। পত্র-পত্রিকায় অসংখ্যবার তথ্যবহুল গঠনমূলক সংবাদ পরিবেশনের পরও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকরি কোন হস্তক্ষেপ পরিলক্ষিত হচ্ছেনা। প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় শাইরা গার্ডেন সংলগ্নবর্তী মদনপুর আন্দিরপাড়,চানপুর,ছোট সাহেব বাড়ি,বড় সাহেব বাড়ি, ও নয়াপুরসহ আশ পাশের এলাকার অভিভাবকদের মাঝে অজানা সংশয় বিরাজ করছে। এ ব্যাপারে নয়াপুর এলাকার জনৈক স্কুল ছাত্রীর পিতা নাম প্রকাশ না করার শর্তে জানান,শাইরা গার্ডেন নামে মাত্র রিসোর্ট। এখানে প্রতিদিনই বিশেষ করে স্কুল-কলেজ পড়–য়া অপ্রাপ্ত বয়সী ছেলে-মেয়েরা আনা-গোনা করে থাকে। পার্কের ভিতরে ঢুকলেই কিশোর-কিশোরীদের অন্তরঙ্গ মুহুর্তে দেখা যায়। এই বয়সে ছেলে-মেয়েদের এরূপ দৃশ্য দেখে নিজের কাছেই লজ্জা লাগে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মদনপুর ও তার আশ পাশের এলাকার ভবিষ্যত প্রজন্মদের জীবন ধ্বংসলীলায় অবতীর্ণ হবে। বিগত ২ মাস পূর্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের একটি টীম মিনি পতিতালয় খ্যাত এই গার্ডেনে অভিযান চালিয়ে কটেজগুলো থেকে বেশকিছু কনডমের খালি প্যাকেটসহ অন্যান্য আলামত উদ্ধার করে। সে সময় জেলা প্রশাসন শাইরা গার্ডেনের লাইসেন্স জব্দ করে নিয়ে যায়। এরপরও গার্ডেন কর্তৃপক্ষ বীরদর্পে তাদের বানিজ্য চালিয়ে যাওয়ার বিষয়টি জনমনে নানা প্রশ্নের সঞ্চার করছে।