বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে অপরিষ্কার পরিবেশে খাদ্য তৈরি করার অপরাধে বৈশাখী রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সকালে শহরের মিশনপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে এই রেস্তোরাকে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক অর্পিত ক্ষমতাবলে
সদর উপজেলার মিশনপাড়া হকার্স মার্কেট এলাকায় অবস্থিত বৈশাখীর রেস্তোরাঁকে ফ্রিজের মধ্যে কাঁচা মাছ ও মাংস এবং রান্না করা বাসি খাবার একত্রে রাখা,অপরিষ্কার পরিবেশে খাদ্য তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি টিম।
সিদ্ধিরগঞ্জে স্বামীর সাথে অভিমান করে দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা
বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর সাথে অভিমান করে এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আত্মহননকারী ওই গৃবধুর নাম রুমা(২৯)। সে নাসিক ১নং ওয়ার্ডের মুজিব বাগ মোড় এলাকার জাকির মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মোঃ খোকন খানের দ্বীতিয় স্ত্রী।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক নূরে আলম জানান, স্বামীর সাথে অভিমান করে মোঃ খোকন খানের দ্বীতিয় স্ত্রী আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে রুমা আত্মহত্যা করে। পরে আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে রুমার স্বামী ও থানায় খবর দেয়। পরে থানা পুলিশ গিয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৭।