বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি মিষ্টি তৈরী প্রতিষ্ঠান ও একটি মাংসের দোকানকে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহষ্পতিবার সকালে শহরের উকিলপাড়ায় এলাকায় জগৎবন্ধু মিষ্টান্ন ভান্ডারকে পঞ্চাশ হাজার টাকা ও দিগুবাজারে একটি খাসির দোকানকে ৫ হাজার টাকা এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কর্তৃক নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার
শহরের উকিলপাড়ায় এলাকায় জগৎবন্ধু মিষ্টান্ন ভান্ডারকে অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী,
বিএসটিআই এর অনুমোদন ছাড়া দধি ও ঘি তৈরী এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় (২০,০০০/-+ ৩০,০০০/-)মোট ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা এবং দ্বীগুবাবুর বাজারে খাসির মাংস বলে বকরির মাংস বিক্রয়ের অপরাধে ৪৪ ধারায় ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে ।
উক্ত অভিযানে বাজার কর্মকর্তা, ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।