বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, পৃথিবীর প্রায় সব দেশেই প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। বাহিরের দেশ গুলোতে সোনামি দুর্যোগের কারণে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। আমাদের দেশে ও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্প সংঘটিত হয়ে বহু মানুষ মৃত্যু বরণ করেন। এই দুর্যোগ ও ভূমিকম্প কি এ সম্পর্কে আমাদের জানতে হবে ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে ।
বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ ও দুর্যোগ পূর্ব প্রস্তুতি সম্পর্কে ফায়ার সার্ভিস ও সিভিল সার্জন এর প্রদর্শনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গাউছুল আজম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, সদর মডেল থানার সার্কেল এএসপি আব্দুল আল মাসুদ, জেলা ফায়ার সার্ভিস উপ পরিচালক দিনমনি সরমা, ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আরএমও ড. আসাদুজ্জামান, জেলা রেড ক্রিসেন্টের প্রধান হাবিবুর রহমান, সেইফ চিলড্রেন এর প্রধান নির্বাহী পরিচালক তাহমিনা জেসমিন মিতা, মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ সভাপতি আনোয়ার হোসেন, সদস্য আহসান হাবীব, প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান প্রমুখ।
তিনি আরও বলেন, ছাত্র জীবনে সবাই কে সেলফিশ হতে হবে। এই সেলফিশ নিজের জন্য। কিভাবে সমাজ তথা জাতির মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। কিন্তু পিতা মাতা এবং গুনিজনদের ও সমাজে যারা ভাল মানুষ তাদের কথা শুনতে হবে। সমাজের যারা মাদকসেবি এবং ধর্ম বিরোধী ও খারাপ স্বভাবের মানুষ তাদের কথা শুনবে না।
তিনি আরও বলেন, পিতা মাতা এবং গুনিজন ও শিক্ষকদের সম্মান করলে নিজেও সম্মানিত হবে। মানুষকে ভালবাসতে হবে ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। সবাইকে দেশের সম্মানে একটি সম্প্রতি বাংলাদেশ গড়তে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে হবে। দুর্যোগ মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে। আগামী নতুন প্রজন্মের কাছে দুর্যোগ সম্পর্কে জানাতে হবে ও তাদের জন্য একটি সমৃদ্ধশীল দেশ গড়তে হবে।