বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, বাংলা মায়ের অকুতোভয় দামাল সন্তানেরা যারা জীবনের মায়া ত্যাগ করে ১৯৫২ সালের ২১শে ফেব্রæয়ারিতে বাংলাকে রাষ্ট্রভাষা ও বাঙ্গালীর প্রাণের ভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য ও বুকের তাজা রক্ত বিলীন করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করছি। তারা আমাদের সকল কাজের অনুপ্রেরণা, কারণ ৫২’র ভাষা আন্দোলন আমাদের জানান দিয়েছিল যে বাঙ্গালী লড়াই করতে জানে। যার ফলে ১৯৭১ এ আমাদের স্বাধীনতা অর্জন হয়। তাই আমাদের প্রতিটি নেতা-কর্মীকে ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের হাতকে শক্তিশালী করে ডিজিটাল দেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে’। সোনারগাঁও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটনের সভাপতিত্বে কাঁচপুর ইউনিয়ন যুবলীগের প্রধান কার্যালয় উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন, অত্র উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাছুম চৌধুরী ও মতিউর রহমান, প্রচার সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সা. সম্পাদক হাজী রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সা. সম্পাদক আরিফুল ইসলাম রবিন, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সা. সম্পাদক জয়নাল, সহ-সভাপতি জাকির, যুগ্ম সম্পাদক চাহেল মোল্লা, ক্রীড়া সম্পাদক পারভেজ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সা. সম্পাদক সজীব, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ওবায়দুল্লাহ বাদল, কাঁচপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হাজী জামান, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সমবেত সকলকে নিয়ে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহ’র কল্যাণে দোয়া করা হয়।