বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি বলেছেন, ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদের মতো ভালো মানুষ কে হতে চাও এবং নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র কে হতে চাও তোমরাই হবে আগামি দিনের ভবিষ্যৎ।
মঙ্গলবার সকালে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইল ধনকুন্ডা স্কুল মাঠে হলি উইলস স্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ সিটি অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার চিফ রির্পোটার সালাম জোবায়ের। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ, আরো উপস্থিত ছিলেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, বীর মুক্তি যোদ্ধা জুলহাস ভূইয়া, এহসানুল হক রমজান, আব্দুল মজিদ সাউদ সহ আরো গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।