বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, আজকে তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরাই আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের উপর নির্ভর করছে এই দেশ। তোমাদের মাঝে কেউ প্রধানমন্ত্রী কেউ ডাক্তার বা কেউ উকিল হবে। একদিন তোমরা এদেশের নেতৃত্ব দিবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। কারন যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হতে পারে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন ।
শামীম ওসমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র শিক্ষিত হলেই চলবে না । তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে । পিত মাতাকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে। কারন পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেস্ত। তাই পিতা মাতা কষ্ট দিয়ো না। তোমাদের কারো যদি কোন প্রকার সমস্যা থাকে তাহলে আমাকে জানাও আমি তা সমাধানের ব্যবস্থা করে দিবো। এ সময় তিনি কলেজের নবীন ছাত্র-ছাত্রীদের কাজ থেকে কলেজের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন ।
সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্তীর সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের আহ্বায়ক ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থা জেলার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ প্রফেসর শাহ মোঃ আমিনুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান সায়েরা বেগম এছাাড়া আরোও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সহ বীরমুক্তিযোদ্ধা কমান্ডার গোপিনাথ দাস, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা মহিলা লীগের সভানেত্রী প্রফেসর ড. শিরিন বেগম, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ মোদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ইসরাত জাহান স্মৃতি , ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম জয়, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জিতু, ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইলিয়াস,সহ সভাপতি নাচির আহমেদ, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আরিফ হাসান অর্ণব প্রমুখ।
সভা শেষে ব্যান্ড ৫২ ও মহানগরের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল শিক্ষার্থীদের মাঝে গান পরিবেশন করে ।