বিজয় বার্তা ২৪ ডট কম
ব্লক রেইডে কেউ হয়রানির শিকার হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের জন্য ব্লক রেইড অভিযান। ব্লক রেইড পুলিশি অভিযানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এতে কেউ হয়রানির শিকার হবেন না।’
শনিবার ডিএমপি হেডকোর্য়াটার্সে ডিএমপির নতুন ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, ডিএমপির ওয়েবসাইটে দেওয়া নম্বরগুলোতে ফোন করে তথ্য দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে নগরবাসী ডিএমপি সম্পর্কে বিভিন্ন তথ্যাদি জানতে পারবেন। পাশাপাশি নিজেরাও বিভিন্ন তথ্যাদি পুলিশকে দিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সাহায্য ও সহযোগিতা করতে পারবেন।
রাজধানীর বাড়ির মালিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ব্যাচেলর, চাকরিজীবীদের মেস ভাড়া দিতে নিষেধ নেই। তবে ভাড়া দেওয়ার সময় অবশ্যই তাদের এক কপি রঙিন ছবি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জমা নিতে হবে। সংশ্লিষ্ট বিট অফিসার ও থানাকে তাদের তথ্যাদি সম্পর্কে অবহিত করতে হবে।
