বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজে ব্যক্তিগত অর্থায়ন ও ব্যবসায়ীদের সহযোগীতায় ১০০টি কম্পিউটার দিয়ে একটি আধুনিক কম্পিউটার ল্যাব ও আধুনিক সাইন্সল্যাব নির্মাণের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এছাড়াও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের চাহিদাপত্রের ভিত্তিতে সরকারী অর্থায়নে খুব দ্রতু সময়ের মধ্যে মহিলা কলেজে একটি ১০ তলা ভবন নির্মাণ হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার ১২ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন। এছাড়াও অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখা ৪জন শিক্ষার্থী দ্বাদশ শ্রেনীর শারমীন আক্তার, শারমিন আক্তার প্রিয়া, একাদশ শ্রেনীর সানজিতুন নাহার ঝুমুর, ও অর্নাস বিভাগের রাবেয়া যুথিকে ৪টি ল্যাপটব উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজে কম্পিউটার ল্যাব ও সাইন্সল্যাব রয়েছে কিনা জানতে চাইলে। তারা জানান, কলেজে একটি কম্পিউটার ল্যাব রয়েছে। যেখানে রয়েছে ২০টি কম্পিউটার রয়েছে যার মধ্যে মাত্র ৩টি কম্পিউটার সচল রয়েছে। আর সাইন্সল্যাব প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।
এ সময় সেলিম ওসমান কলেজ কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ১০০টি কম্পিউটার দিয়ে ল্যাব করার মত শুধু একটি রুম আমাকে দেন। বাকি সকল ব্যবস্থা আমি করে দিবো। এই কলেজে ৯ হাজার শিক্ষার্থী আর মাত্র ২০টি কম্পিউটার দিয়ে ল্যাব চলতে পারেনা। তার মধ্যে মাত্র ৩টি সচল। আমাকে রুম দেন আমি ১০০ কম্পিউটার দিয়ে ল্যাব করে দিবো। প্রয়োজনে ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগীতা নিয়ে আধুনিক সাইন্সল্যাব নির্মাণ করে দিবো।
তিনি আরো বলেন, এই কলেজে শিক্ষার্থীর তুলনা আসন সংখ্যা খুবই কম। আমার বড় ভাই প্রয়াত সাংসদ নাসিম ওসমান নতুন একটি ভবন করে দিয়ে গিয়ে ছিলেন। উনার দেওয়া আরো একটি ডিও এর পরিপ্রেক্ষিতে কলেজের বামপাশের ভবনটি ভেঙ্গে নতুন একটি ১০ তলা ভবন নির্মাণের জন্য মন্ত্রনালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে সরকারী অর্থায়নে এই কলেজে নতুন আরেকটি ১০ তলা ভবন নির্মাণ কাজ শুরু হবে।
সেলিম ওসমান ছাড়াও মঞ্চে বক্তব্য দেওয়া কলেজের শিক্ষার্থীরা, কলেজে একটি নতুন ভবন, ছাত্রী হোস্টেলে থাকার পর্যাপ্ত ব্যবস্থা, যাতায়াতের জন্য কলেজ বাস, শিক্ষকদের যাতায়াতের জন্য মাইক্রোবাস, কলেজে মাস্টার্স কোর্স চালু করা সহ কলেজটিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উন্নীত করতে অগ্রাধিকার দেওয়ার জন্য সেলিম ওসমানের কাছে দাবী রাখেন।
সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধক্ষ্য প্রফেসর শাহিন সুলতানা, সরকারী মহিল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শিরীন বেগম, আঞ্জুমান আরা আকসির প্রমুখ।