বিজয় বার্তা ২৪ ডট কম
গুলশানের হলি আর্টিজান বেকারিতে কমান্ডো অভিযানে নিহত পাঁচ জঙ্গি এবং ওই বেকারির সহকারী শেফ সাইফুল চৌকিদারের লাশ বৃহস্পতিবার রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।
হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি ইন্সপেক্টর হুমায়ূন কবির রাইজিংবিডিকে বলেন, ‘দুপুর ১২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গ থেকে লাশগুলো নিয়ে আঞ্জুমান মুফিদুল ইসলামে দেওয়া হয়। সংস্থাটি জুরাইন কবরস্থানে লাশগুলো দাফন করে।’
তিনি আরো বলেন, ‘নিহতদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য লাশগুলো প্রায় ৩ মাস সিএমএইচের মর্গে রাখা হয়। কিন্তু তাদের পরিবারের সদস্যরা লাশ গ্রহণ না করায় তা বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে দেওয়া হয়।’
পাঁচ জঙ্গি হলো- রোহান ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর সামেহ মোবাশ্বির, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিযে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে জঙ্গিরা। জঙ্গি হামলায় ১৭ বিদেশি ও ৩ বাংলাদেশি নাগরিক এবং পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরের দিন ভোরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর এক কর্মী নিহত হন।
জঙ্গি হামলার ঘটনায় গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়।
