বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন পঞ্চবটি এলাকা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে লঞ্চের কেবিনে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সালাউদ্দিন (৩০) নামে এক ধর্ষককে গ্রেফতার করছে পুলিশ।
আটক সালাউদ্দিন পঞ্চবটীর আমতলা প্রমরোড এলাকার বাবুল মিয়ার ভাড়াটিয়া সিদ্দিক আলীর ছেলে।
এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে বুধবার (২২ জানুয়ারি) সকালে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগেরদিন মঙ্গলবার এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিলে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক সালাউদ্দিনকে আটক করে পুলিশ।
ধর্ষিতার অভিযোগ থেকে জানা গেছে, গত ১১ জানুয়ারি সকাল ৮ টায় ধর্ষিতাকে ফুসলিয়ে গ্রামের বাড়ি চাঁদপুরে নিয়ে বিয়ে করবে বলে নিয়ে যায়। পরে সদরঘাট থেকে চাঁদপুর গামী লঞ্চে তুলে কেবিনে রেখে জোরপূর্বক শারিরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে একইদিন চাঁদপুর থেকে ফেরার পথেও একইভাবে জোরপূর্বক শারিরিক সম্পর্ক স্থাপন করে। পরে সদরঘাট থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাস স্টান্ড এলাকায় নিয়ে ধর্ষিতা প্রেমিকাকে একা রেখে কৌশলে পালিয়ে যায় ধর্ষক প্রেমিক সালাউদ্দিন। এর পর থেকে সম্পূর্ণরুপে যোগাযোগ বন্ধ করে দেয়।