বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, বিএনপি নেতা নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন ।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা ও জজ বিচারক বেগম হোসনে আরা আকতারের আদালতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় আত্মসমপর্ণ করলে মামলায় চূড়ান্ত অভিযোগ পত্র দাখিলের সময় পর্যন্ত জামিন লাভ করেন আসামীরা।
এ সময় আসামীদের পক্ষে আইনজীবী এড. জাকির হোসেন, এড. খোরশেদ আলম মোল্লা সহ প্রায় অর্ধশত বিএনপি পন্থী আইনজীবী আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন।
প্রসঙ্গত গত ১১ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ শহরে পুলিশী বাধা উপেক্ষা করে মিছিল করার সময় ৮ জন বিএনপি নেতাকর্মীরা আটক করে পুলিশ। ওই ঘটনায় এড. সাখাওয়াত হোসেন খান সহ ১৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩০/৪০জনকে আসামী করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। মামলায় আলামত হিসেবে জর্দার কৌটা দেখানো হয়।