বিজয় বার্তা ২৪ ডট কম
কার্যকর টিকা, সকলের সুরক্ষা এই শ্লোগানে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে ত্র্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার ( ২৪ এপ্রিল ) সকাল সাড়ে দশটায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে নারায়ণগঞ্জ সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় ।
জেলা সিভিল সার্জন ডাঃ এহসানুল হক’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) নুরে আলম, জেলা বিএনএফর সভাপতি ডাঃ শাহনেওয়াজ, মেডিকেল অফিসার ডা. ফারহানা রহমান, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানভীর আহমেদ চৌধুরী, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ ।