বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার ইউসুফ আলী(৪২) আর নেই। ইন্নালি————রাজিউন। গত শনিবার ১১জানুয়ারী ভোর ৫টায় গাজীপুর টঙ্গী বিশ^ ইজতেমা ময়দানে ষ্টোক করে শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,২মেয়ে,১ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মেম্বার ইউসুফ আলী বন্দর কলাবাগ এলাকার মৃত ওসমান গনির ছেলে। নামাজের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার ১১জানুয়ারী বাদ মাগরিব জনপ্রতিনিধি,রাজনৈতিকনেতাসহ বিপুল সংখ্যক মানুষের অংশ গ্রহনে বন্দর কলাবাগ জাামে মসজিদে ২য় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
নাজাজের জানাজায় অংশ নেন বন্দর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ,মদনপুর ইউনিয়দর চেয়ারম্যান গাজী আব্দুস সালাম,নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার,বন্দর থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এলিন,বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদকসাইদুল ইসলাম জুয়েল,বন্দর ইউনিয়ণ আ’লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন পনির,নবীগঞ্জ এলাকার সমাজ সেবক মিনহাজ উদ্দিন,বন্দর থানা সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক শেখ কামাল,বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন মানু,কলাগাছিয়া ইউনিয়ণ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন,মহানগর জাতীয় তরুন পার্টির আহ্বায়ক মাঈন উদ্দিন মানু,কলাবাগ এলাকার সমাজ সেবক পিয়ার জাহান কমল,বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন,আ’লীগনেতা এ্যাড.জাহাঙ্গীর আলম,ছাত্রলীগনেতা স্বপন,রকি,সুমন শেখ,ফারুকসহ অগনিত ব্যাক্তিবর্গ।
এর আগে টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ^ ইজতেমা ময়দানে লক্ষাধিক লোকের সমাগমে ১ম জানাজা অনুষ্ঠিত হয়।