বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলা কাউন্সিল সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। ৩ পর্বে অনুষ্ঠিত কাউন্সিলের প্রথম পর্বে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড সাইফুল হক বলেছেন, কোথাও জবাবদিহিতা না থাকায় সরকার স্বৈরাচারী পন্থায় দেশ শাসন করছে। চরম অগণতান্ত্রিক ধারায় একের পর এক গণবিরোধী পদক্ষেপ গ্রহন করছে। তিনি বলেন, সরকার অত্যন্ত অযৌক্তিক ভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে; আবার বিদ্যুতের মূল্যবৃদ্ধিরও পায়তারা করছে। গায়ের জোরে রামপালে সুন্দরবন বিনাসী বিদ্যুৎকেন্দ্র প্রকল্প করার ঘোষনা দিচ্ছে। শান্তিপূর্ণ সমাবেশ বিক্ষোভ হরতালের কর্মসূচিতেও তারা পুলিশি সন্ত্রাস চালিয়ে জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমন করার পথ গ্রহন করেছে। সরকার ভোটার ছাড়াই ভোটের আয়োজন করে, বিরোধীদল ছাড়াই সংসদ চালায়। গণতান্ত্রিক অধিকার হরণ করে উল্টো গণতন্ত্রের মহিমা প্রচার করে। এমনকি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা মুক্তিযুদ্ধের গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশ পরিচালনা করছে।
সাইফুল হক বলেন, নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিকে তারা অসম্ভব করে তুলেছে। ফলে এ অবস্থার সুযোগ নিচ্ছে জঙ্গিবাদী শক্তিসহ নানা ষড়যন্ত্রকারী শক্তি। তিনি বলেন ৫ জানুয়ারীর মতো আরেকবার ভোটারবিহিন নির্বাচন দেশের মানুষ মেনে নেবেন না। আর তাই সরকার পরিবর্তনের গণতান্ত্রিক পন্থা হিসাবে অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠার দাবী করেন তিনি।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপুর পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কমরেড সাইফুল হক এসব কথা বলেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্যতমনেতা কমরেড মাহমুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের শেষ পর্বে ৭ সদস্য বিশিষ্ট জেলা সম্পাদক মন্ডলী ও ১৭ সদস্য বিশিষ্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটি নির্বাচিত হয়েছে।
কমরেড আবু হাসান টিপুকে সাধারণ সম্পাদক ও কমরেড মাহমুদ হোসেনকে সভাপতি করে নবনির্বাচিত কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, এড. মাহবুবুর রহমান ইসমাইল, সহিদুল আলম নাননু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান আঙ্গুর, নাছির হোসেন, নাজমুল হাসান নাননু, আইয়ুব আলী, মোক্তার হোসেন, আবুল হোসেন, রোকসানা বেগম, সেফালী আক্তর আঞ্জু।
৭ সদস্য বিশিষ্ট সম্পাদক মন্ডলীর সদস্যরা হলেন, আবু হাসান টিপু, সহিদুল আলম নাননু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান আঙ্গুর, নাছির হোসেন, নাজমুল হাসান নাননু।