বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ২২,২৩ ও ২৪নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে বই প্রতিক নিয়ে তিনি ১০,৯৬০ ভোট বেশি পেয়ে বিজয় অর্জন করেন। শাওন অংকন বই প্রতিকে পেয়েছেন ১৮,৯৬০ ভোট ও তার নিকটতম প্রতিদন্দ্বি ইসরাত জাহান খান স্মৃতি হেলিকপ্টার প্রতিক নিয়ে পেয়েছেন মাত্র ৮০০০ ভোট। বিজয়ের পর অংকন বলেন,আমার এ বিজয়ের অংশীদার একমাত্র জনগন। কেননা তাদের গনভোটের রায়ে আমি বিজয় লাভ করেছি। জনগন এখন অনেক সচেতন ও পরিবর্তনের পক্ষে। ভূলবাল বুঝিয়ে স্বার্থ আদায় করার দিন আর নেই। জনগন কাজের লোককেই পছন্দ করে। আমি ভাল বক্তা হলাম কিন্তু জনগনের সেবায় এগিয়ে এলাম না বরং নিজের আখের গুছালাম তাহলে তো জনগন আমাকে পছন্দ করবে না। মানুষের কর্মদক্ষতাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। আমাকে অত্র ওয়ার্ডবাসীর নাগরিক সেবায় নিয়োগ করায় আমার প্রানপ্রিয় ভোটারদের অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন।