বিজয় বার্তা ২৪ ডট কম
সূর্যোদয়ের সাথে সাথে নারায়ণগঞ্জে ৩১ বার তােপধ্বনি ও বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়েছে। এসময় ফুলে ফুলে ভরে ওঠে বিজয় স্তম্ভস্থল।
বুধবার ভোরে চাষাঢ়া বিজয় স্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার জায়েদুল আলম শ্রদ্ধা জানান। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা কারাগারের কতৃপক্ষ সহ বিভিন্ন সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে চাষাঢ়া বিজয় স্তম্ভে জড়ো হন নারায়ণগঞ্জবাসী।
ভিডিও-https://fb.watch/2pAmomeVE9/