বিজয় বার্তা ২৪ ডট কম
আগুণের গোলা হার মানলো। সালাউদ্দিন শাকিল করলেন হ্যাটট্রিক। ৬ ওভারের স্পেলে তাঁর প্রতিটি বল শেল এর মত বিধেছে এম.এম.এস ক্রিকেট একাডেমীর ব্যাটসম্যানদের বুকে। সোমবার বিকেএমইএ ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২০-২১ এর ৪র্থ ম্যাচে এমন দুর্দান্ত বোলিং দেখবে কেউ ভাবেনি। সালাউদ্দিন শাকিল যে দলের হয়ে খেলেছেন তারাও ভাবেনি এতটা অভাবিত বোলিং এ দলের সহজ জয় আসবে! ৯৮ রানের বড় জয় পেয়েছে আগের ম্যাচে হেরে যাওয়া নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমী। সকালে টস জিতে এম.এম.এস ক্রিকেট একাডেমীর অধিনায়ক প্রথমে ব্যাট করতে পাঠান নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমীকে। তাঁর এ সিদ্ধান্তকে মর্যাদা দেয় বোলাররা। মাত্র ১৩৫ রানে বেধে ফেলে নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমীকে। ওপেনার সজিব শাহরিয়ার ২৩ বলে ফিরে যান ২৪ রানে। মেরেছেন ৪ চার ও ১ ছক্কা। সাদ্দাম ১ চারে ১৯,তামিম ১ চারে ১৭,নাঈম ১৭ এবং অধিনায়ক ওমর ফারুক সোহাগ আউট হন ১৪ রানে। এম.এম.এস ক্রিকেট একাডেমীর রানা খান ৩৩ রানে ৩টি , ইয়াসিন আরাফাত ৮ রানে ও নাফিস হৃদয় ২২ রানে ২টি করে উইকেট পান। মামুলি ১৩৬ রানের টার্গেট এ পৌঁছার মত খেলোয়াড় থাকলেও মূলত তাদের মনে ভয় ধরিয়ে দিয়ে সালাউদ্দিন শাকিল কাজের কাজটি আদায় করে দলকে সহজ পাইয়ে লীগ রেসে টিকিয়ে রাখলেন। এম.এম.এস ক্রিকেট একাডেমী ২ ম্যাচেই পরাজয় দেখলো। রানা খান ৯,সৈকত ৬ রান করেন। মি. অতিরিক্ত থেকে আসে ১৫ রান। ১২.১ ওভারে ৩৭ রানে সবাই আউট! সালাউদ্দিন শাকিল এর বোলিং স্পেল ৬-১-১৬-৭। তাঁর হ্যাটট্রিকের শিকার সৈকত,ইয়াসিন ও ইমরান। ওমর ফারুক সোহাগ ৫-৩-৭-১ উইকেট।