বিজয় বার্তা ২৪ ডট কম
দুর্ণিবার শিরোপায় চোখ রেখেছে। নিজেদের ২য় ম্যাচে তারা হারিয়েছে এম.এম.এস ক্রিকেট একাডেমীকে। ব্যবধান ১২৯ রান। বিকেএমইএ ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২০-২১ এর ৭ম ম্যাচে সকালে টস জিতে এম.এম.এস অধিনায়ক হাবিব ব্যাট করতে পাঠান দুর্ণিবারকে। পুরো ৪৫ ওভার খেলে তারা তোলে ৩০৩ রান। লীগে এ পর্যন্ত সর্বোচ্চ স্কোর। অধিনায়ক রমজান ১০ রান দূরে সেঞ্চুরি বঞ্চিত হন। ৭৩ বলে ৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় ফিরেন ৯০ রানে। আরিফ হোসেন একই পথ ধরেন। ফিরেন ৮৪ রানে। ৮১ বলে চার মেরেছেন ৫টি ছক্কা ৬টি। ওপেনার শফি আলম ফিরেন ৩৫ রানে। ২২ রানে আউট হন সাব্বির। আরিফ আহমেদ ৩ চার ও ২ ছয়ে করেন ৩০ রান। অতিরিক্ত রান ২২। এম.এম.এস’র নাফিজ হৃদয় ২২ রান ৩টি এবং রানা খান ৬৮ রানে ২টি উইকেট পান। ৩০৪ রানের বিশাল পাহাড়ে উঠতে গিয়ে ছিটকে পড়ে এম.এম.এস। ১৭৪ রান তোলে ৪৫ ওভারে। ১১ নম্বরে নামা তৌসিফ ৩২ রান করে কিছুটা আনন্দ দেন দর্শকদের। অধিনায়ক হাবিব লড়েছেন। ২ ছয় ও ১ চারে করেন ৪২ রান। ইমরান আউট হন ২৫ রানে। ফয়সাল করেন ১৬ রান। রানা খান ফিরেন ১৮ রানে। দুর্ণিবারের ফাহিম ২৬ রানে এবং সাব্বির ২৩ রানে পান ২টি করে উইকেট। দুর্ণিবার ২ ম্যাচ জিতে লীগে সবার উপরে।