বিজয় বার্তা ২৪ ডট কম
নিজেদের ১ম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে দুর্ণিবার স্পোর্টিং ক্লাব। লীগে নিজেদের প্রথম ম্যাচে নাসিম ওসমান মেমোরিয়ালকে হারানো পোলষ্টার ক্লাব হার মানলো ৬ উইকেটে। বিকেএমইএ ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২০-২১ এর ৬ষ্ঠ ম্যাচ হলো চারদিন বিরতির পর। সকালে টস জিতে প্রথমে পোলষ্টারকে ব্যাট করতে পাঠায় দুর্ণিবার অধিনায়ক রমজান। পোলষ্টার ক্লাব ৪০.২ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ১৭৬ রান। অধিনায়ক রবিউল চার রানের জন্য ফিফটি বঞ্চিত হন। ৪৩ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৪৬। তরিকুল আউট হন ৩৫ রানে। ৭৭ বলে ৩ বাউন্ডারিতে। শরিফুল ২ চার ও ১ ছক্কায় করেন ২০ রান। রিয়াদ ২ চারে ১৩ রাব্বি ১ চারে ১২ এবং সাইফুল ১ ছয়ে ১০ রানের সাথে অতিরিক্ত থেকে যোগ হয় ২৬ রান। দুর্ণিবারের সাব্বির ৩৩ রানে পান ৪ উইকেট। ফয়জুল্লাহ ফাহিম ৩৩ রানে ৩টি এবং আরিফ ২৩ রানে পান ২ উইকেট। ১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্ণিবার অধিনায়ক রমজানের দায়িত্বশীল ব্যাটিং এ সহজ জয় পায়। ৭৩ বল খেলে ৪ বাউন্ডারিতে অপরাজিত থাকেন ৫৫ রানে। ওপেনার মাহিন খান ৩৪ বলে ৪ চারে ও ৪ ছক্কায় আউট হন ৩৩ রানে। রমজানকে সঙ্গ দেন আরিফ হোসেন। আরিফ আউট হন ৩০ রানে। ৪৭ বলে ৪ চারে। উইকেট কিপার প্রিন্স ৬২ বলে ফিরেন ২৬ রান ১ ছয়ে। সাব্বির অপরাজিত থাকেন ৯ রানে ২ চারে। পোলষ্টারের জিসান ২৬,ইয়াসিন ও রাব্বি ২৮ রান দিয়ে ১টি করে উইকেট পান।