স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি বন্ধুত্ব চায়, কারো দাসত্ব নয়। আর বন্ধুত্ব মানেই এই নয় যে, নিজেদের রাষ্ট্র পরিচালনায় অন্যের নির্দেশনা মানতে হবে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত সাংবাদিক সাদেক খান স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, বাংলাদেশের ১৬ কোটি জনগণ নয়, ভারতের সন্তুষ্ট করেই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। কারণ তাদের আবদার পূরণ করেই এখন তারা ক্ষমতায় আছে।
১/১১ প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমান শাসকদল আওয়ামী লীগ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে কিছুদিনের মধ্যেই আমাদের জেলে যেতে হবে। তবে এমনটি ভাবার কোনো কারণ নেই যে, জেলখানায় শুধু আমরাই যাবো, অল্প কিছুদিনের মধ্যে সেখানে তাদের সঙ্গেও দেখা হবে।
গয়েশ্বর বলেন, যতক্ষণ পর্যন্ত এ দেশ সুষ্ঠু গণতন্ত্র প্রশস্ত না হবে ততক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটবে। আর আমাদের দেশ যদি অন্যের কথায় চলে তাহলে দেশে গণতন্ত্র ফিরবে না।
বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুর প্রসঙ্গ তুলে ধরে গয়েশ্বর বলেন, মোসাদ ইরাইলের গোয়েন্দা সংস্থা। তার মানে এই নয় ইসরাইলের সকল লোক মোসাদের সঙ্গে জড়িত। তাছাড়া মোসাদের সঙ্গে সরকার উৎখাতে ষড়যন্ত্রের বৈঠক হলে শেখ হাসিনার ক্ষমতায় থাকার কথা নয়। আমি যতদুর জানি আসলাম চৌধুরীর কাছে বিগত ৭ দিনের মধ্যে কিছু জানতে চাওয়া হয়নি।
তিনি বলেন, সরকারকে আকার ইঙ্গিতে সন্তুষ্ট করতে পারলে যেমন বাঁচা যাবে তেমনি ক্ষমতায় কে আসলো কে গেল তা বিবেচনায় না নিয়ে মৃত্যুকে আলিঙ্গণ করতে পারলে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা যাবে।
গয়েশ্বর বলেন,স্বাধীন দেশের সরকার যদি ক্ষমতাধর হয় তাহলে তা দেশের সর্বনাশ ডেকে আনে। কারণ পেশেী শক্তি দিয়ে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না।যেমনটি পারেনি বৃটিশ এবং পাকিস্তানীরা।জানি সব ফলাফল তাড়াতাড়ি হয় না।তাই আমাদেরও কিছুটা সময় অপেক্ষায় করা লাগতে পারে। কারণ এরশাদ যখন ক্ষমতাচূত হন তখন বড় ধরণের কোনো ধাক্কার প্রয়োজন পড়েনি, সামান্য ধাক্কাতেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলো।
আয়োজক সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্ঠা শামসুজ্জামান দুদু প্রমুখ।