বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ও নগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ।
রবিবার ( ১০ জুন ) গন মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি বলেন- মরহুম জাহাঙ্গীর আলম ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির একজন প্রবীণ নেতা । তার মৃত্যুতে নারায়ণগঞ্জ বিএনপি পরিবার একজন অভিভাবক কে হারিয়ে গেছে । এ সময় তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ ও আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
রবিবার ( ১০ জুন ) দিবাগত রাতে ঢাকা এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহে– রাজিউন)।