বিজয় বার্তা ২৪ ডট কম
কুতুবপুরের একচ্ছত্র অধিপতি হতে চান তৃতীয়বারের মত নির্বাচিত ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। একসময় দিতেন বিএনপির যুবরাজ হিসাবে পরিচিত তারেক রহমানের দোহাই আর এখন দিচ্ছেন এমপি শামীম ওসমানের সাথে ঘনিষ্ট সম্পর্কের দোহাই। সোনার ডিম দেয়া হাঁসের মত কুতুবপুর ইউনিয়ন পরিষদের মত বৃহৎ আয়রোজগারের কোষাগারটি যার দখলে তিনি তো এমনটা চাইবেন এটাই তো স্বাভাবিক।
জানা যায়, একটি প্রেম সংক্রান্ত ঘটনায় তৎকালীন কুতুবপুরের আওয়ামীলীগের প্রভাবশালী পরিবার শিকদার মেছেরের সাথে দ্বন্ধে জড়িয়ে পড়ে মনিরুল আলম সেন্টু। তখন তার হাতে নিগৃহীত হওয়াসহ মামলা-মোকদ্দমায় জড়িয়ে কারাভোগ করতে হয় সেন্টুকে। এক সময় মেছের নিহত হলে তার হত্যা মামলায় ১নং আসামী হিসাবে সেন্টু অভিযুক্ত হলেও পরবর্তীতে নারায়নগঞ্জ-৪ আসনের এমপি গিয়াসউদ্দিনের সহযোগিতায় এ সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে যান তিনি। পরে বিভিন্ন দেনদরবারে থানা যুবদলের গুরুত্বপূর্ন পদটি বগলদাবা করতে সক্ষম হলে তার স্বপ্নের দরজা খুলে যায়। একপর্যায়ে যুবদলের সভাপতিসহ ইউপি চেয়ারম্যান এমনকি থানা বিএনপির সাধারন সম্পাদকের পদটিও সেন্টু বাগিয়ে নেয় অবলীলায়। আর তখন থেকেই তার মতের বিরুদ্ধে যাওয়া বিএনপি নেতাকর্মীদের উপরে চলে স্টীমরোলার।
বিএনপির সূত্র জানায়, চেয়ারম্যান হওয়ার আগে থেকেই কুতুবপুরের মিল-কারখানা থেকে কোটি কোটি টাকার চাঁদাবাজিতে নেতৃত্ব দিত সেন্টু। এরপরে চেয়ারম্যান হওয়ার পরে রাজধানীর অভিজাত এলাকায় ধানমন্ডিতে বিলাসবহুল ফ্ল্যাটসহ কুতুবপুরে শতকোটি টাকার সম্পদ বানিয়েছেন তিনি। একসময় পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিঃশেষ হয়ে গেলেও সোনার ডিম পারা হাস হিসাবে পরিচিত কুতুবপুর ইউপি চেয়ারম্যান হয়ে বিভিন্ন কৌশলে অগাধ সম্পদের মালিক বনে যান তিনি। তবে এ সকল সম্পদ সরকারী কর ফাঁিকসহ দুদক থেকে রেহাই পেতে নিয়ে ব্যাক্তিগত নামে না নিয়ে কোম্পানীর নাম ব্যবহার করে আসছেন।
এ ছাড়াও বিএনপির নেতাকর্মীদের ব্যবহার করে নিজের ফায়দা লুটে এখন ক্ষমতা বাড়াতে প্রভাবশালী এমপি শামীম ওসমানকে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় বিএনপি থেকে বহিস্কৃত হয়ে এমপি শামীম ওসমানের দোহাই দিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের উপরে প্রভাব বিস্তারের অপচেষ্টায় মেতে উঠেছে। সম্প্রতি তার বক্তব্যে ফুঁসে উঠছে কুতুবপুর আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ ব্যাপারে বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করে মন্তব্য করেছেন,এবার ঠেলা সামলানো কষ্টকর হবে কুতুবপুরের কুতুব বনে যাওয়া সেন্টুর।

