বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট চাইলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান ।
রবিবার ( ১৪ জানুয়ারি ) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় গনসংযোগ করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের পক্ষে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন, এড. জাকির হোসেন, এড. মশিউর রহমান শাহীন, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. মাহমুদুল হক আলমগীর, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী এড. আব্দুল হামিদ ভাষানী ভূঁইয়া প্রমুখ ।