বিজয় বার্তা ২৪ ডট কম
বাল্য বিবাহ নিরোধ দিবস- ২০১৭ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১২ অক্টোবর ) সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এনজিও প্রতিষ্ঠান ব্রাকের সার্বিক সহযোগিতায় সার্কিট হাউসে এই সভা অনুষ্ঠিত হয় ।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজা ইয়াসমিন’র সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার নাজনীন আফরোজ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, বিশেষ অতিথি জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক’সার্কেল) মোঃ শরফুদ্দীন, জেলা রেজিস্ট্রার সাবিকুর নাহার আরো উপস্থিত ছিলেন, জেলা ব্রাক প্রতিনিধি হাসান ওয়ায়েজ, কল্যাণী সেবা সংস্থার চেয়ারম্যান ডাঃ আঃ জব্বার চিশতি, জাতীয় কন্যা শিশু ফোরামের সদস্য মরিয়ম সুলতানা নয়ন প্রমুখ ।