বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি আমার বাবা – মা ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই । আমি পাপী মানুষ হয়তোবা আমার দোয়া কবুল হবে । তাই আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক উনাদেরকে জান্নাত নসিব দান করেন ।
মঙ্গলবার ( ২০ ফেব্রুয়ারি ) বাদ আছর শহরের উত্তর চাষাড়া জামে মসজিদ প্রাঙ্গণে প্রয়াত ভাষা সৈনিক , মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি একেএম সামসুজ্জোহার ৩১ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা গুলো বলেন ।
শামীম ওসমান বলেন, আমার বাবা ও বড় ভাই একজন আল্লাহ ওলা মানুষ ছিলেন । তারা মৃত্যুর আগ পর্যন্ত নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করে গেছেন । আর তারা যদি কোন ভূল ত্রুটি করে থাকে তাহলে সবাই আল্লাহ রহস্তে তাদেরকে মাফ করে দিবেন । আজ আমার বাবা- মা ভাই কেউ নাই আমি এখন এতিম । যাদের বাবা- মা ভাই নাই তারা বুঝে আপন জন কি জিনিস । তাই সবাই বাবা – মা কে সম্মান করবেন ।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক হাজী শওকত আলী, শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শেখ নাজমুল আলম সজল, সভাপতি মোঃ জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত হোসেন সানি, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
এ সময় মরহুম ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি একেএম সামসুজ্জোহা তার সহধর্মিণী নাগিনা জোহা ও প্রয়াত সাবেক সাংসদ একেএম নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।